মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা এর তত্ত্বাবধানে পরিচালিত
ইসলামিক কিন্ডারগার্টেনে ভর্তি চলছে......
প্রতিবারের মতো এবারও বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে রাজধানীর কাজীপাড়াস্থ মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা এর তত্ত্বাবধানে পরিচালিত ইসলামিক কিন্ডারগার্টেন।
রোববার (১ জানুয়ারি) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। এবারও আবাসিক-অনাবাসিক, ডে-কেয়ার ও পার্ট টাইম ভিত্তিক একাধিক ব্যাচে ভর্তি নেয়া হচ্ছে।
একইসাথে মক্তব, নাযেরা ও হিফজুল কুরআন বিভাগে বালক শাখায় অল্প সংখ্যক ছাত্র ভর্তির সুযোগ রয়েছে। আর বয়স্কদের দ্বীনি শিক্ষার জন্য ‘শরীয়াহ গ্রাজুয়েশন’ও চালু হচ্ছে নতুনভাবে।
উল্লেখযোগ্য বৈশিষ্ট সমূহ :
*মনোরোম পরিবেশ
*দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান
*সার্বক্ষণিক নিরাপত্তা
*সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ
*স্পোকেন ইংলিশের ক্লাস
*বাধ্যতামূলক কম্পিউটার প্রশিক্ষণ
*ইসলামী শিষ্টাচার শিক্ষাদান
*সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণ
*শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
*আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থসম্মত খাবার পরিবেশন
যোগাযোগ : মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।
পরিচালক-মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা । ৮৮১, পূর্ব কাজীপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬।
মোবাইল : 01712976158, 01740507010
বি.দ্র : এছাড়াও মাদরাসার নিয়মিত বিভাগগুলো হচ্ছে-
কিতাব বিভাগ (মাদানি নেসাব), ইফতা বিভাগ ও উলুমুল হাদীস বিভাগ।
Comments
Post a Comment