কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান, অংশ নিয়েছেন মারকাযের ছাত্র-শিক্ষকরাও
দিরাসাহ ডেস্ক :
টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। কিন্তু তার একদিন আগে আজ বৃহস্পতিবার মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা মাঠ।
ইজতেমার সব ধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। ১৬০ একরের বিশাল ময়দানে টানানো হয়েছে সামিয়ানা। ছোট ছোট দলে ভাগ হয়ে মাঠে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে টঙ্গী ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসব আমেজ বিরাজ করছে।আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ময়দানের চারপাশে বৃহস্পতিবার বেলা ২টা থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করবে বলে জানা গেছে।
এদিকে ইজতেমাকে সামনে রেখে টঙ্গী সরকারি হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ময়দানে পানি সংকট নিরসনে নতুন গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন, বাস, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।
সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ মোতায়ন থাকবে। র‌্যাব ও আনসারসহ বিভিন্ন সংস্থা কাজ করবে। এছাড়া ৩শ' সিসি ক্যামেরাসহ তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। প্রতি বছরের মতো এবারও বয়ান থাকবে বাংলা, হিন্দি ও উর্দু ভাষায়।
টঙ্গী বিশ্ব ইজতেমায় যোগ দিতে আগরতলা স্থলবন্দর সিমান্ত পথে দলে দলে আসছেন ভারতীয় মুসল্লি। ভারতীয় মুসল্লিরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। এখান থেকে বাসে কিংবা ট্রেনযোগে ইজতেমার ময়দানে আসছেন। মুসল্লিদের যাতায়াত সুবিধায় ৫ জোড়া বিশেষ ট্রেন পাশাপাশি রয়েছে, বিআরটিসি বাস। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে সাড়ে তিন হাজারের বেশি বিদেশি অতিথি দেশে পৌঁছেছেন বলে জানা গেছে।
এদিকে, দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ইজতেমায় যোগ দিয়েছে রাজধানীর মিরপুরস্থ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার ছাত্র-শিক্ষকরা। তার বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর সাথে ইজতেমা ময়দানে পৌঁছান। তত্ত্বাবধানে আছেন মারকাযের পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।
এ তিনি বলেন, গতকাল বাদ মাগরিব থেকেই কেন্দ্রীয় মাইকে আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হয়ে গিয়েছে। আমরা সফল ইজতেমার জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন এটিকে হেদায়েতের জরিয়া বানান।
ইজতেমায় বয়ানের একটি সূচিপত্রও তার হাতে এসেছে। সেটা এখানে তুলে ধরা হলো-
টঙ্গী বিশ্ব ইজতেমায় বয়ানের সময়সূচি
✓বৃহস্পতিবার
বাদ জোহরঃ মাওলানা রবিউল হক সাহেব (বাংলাদেশ)
বাদ আছরঃ মাওলানা উমর ফারুক সাহেব (বাংলাদেশ)
বাদ মাগরিবঃ আল্লামা ইবরাহীম দেওলা (হিন্দুস্থান)
অনুবাদ: মাওলানা ক্বারী যোবায়ের সাহেব
✓ শুক্রবার
বাদ ফজরঃ মাওলানা জিয়াউল হক সাহেব (পাকিস্তান)
বাদ জুমাঃ মাওলানা ইসমাইল গোদরা (হিন্দুস্থান)
বাদ আছরঃ মাওলানা ক্বারী যোবায়ের সাহেব (বাংলাদেশ)
বাদ মাগরিবঃ মাওলানা আহমদ লাট সাহেব (হিন্দুস্থান)
অনুবাদঃ মাওলানা উমর ফারুক সাহেব
✓ শনিবার
বাদ ফজরঃ মাওলানা খোরশিদুল হক (পাকিস্তান)
বাদ জোহরঃ মাওলানা ইসমাইল গোদরা (হিন্দুস্থান)
বাদ আছরঃ মাওলানা যুহাইরুল হাসান (হিন্দুস্থান)
বাদ মাগরিবঃ আল্লামা ইবরাহীম দেওলা (হিন্দুস্থান)
অনুবাদঃ‌ মাওলানা ক্বারী যোবায়ের সাহেব
May be an image of one or more people, crowd and outdoors




Share

Comments

Popular posts from this blog

বিরাট সওয়াবের ভাগিদার হতে পারেন আপনিও?