বিরাট সওয়াবের ভাগিদার হতে পারেন আপনিও?
বিরাট সওয়াবের ভাগিদার হতে পারেন আপনিও?
আপনার প্রিয় দীনী শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’ আজীবন দাতা সদস্য গ্রহণের উদ্যোগ নিয়েছে। অনুগ্রহ করে প্রতি মাসে মাত্র ৫০০/১০০০ (পাঁচ শ/এক হাজার) টাকা সদকা করে আপনিও এই সদস্যপদ গ্রহণ করে বিরাট সওয়াবের মালিক হতে পারেন।
মুহতারাম/ মুহতারামা! আপনি অবগত আছেন, ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’ একটি খালেস উচ্চতর কওমী মাদরাসা। মারকায ২০১৮ সালের প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ২০০ শিক্ষার্থী ২০ জন মুখলিস শিক্ষকের অধীনে কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এতিম ও গরীব, তাদের সম্পূর্ণ বা আংশিক ব্যয়ভার মাদরাসা বহন করে।
পড়াশোনায়ও মাদরাসাটি ইতোমধ্যে দেশ-বিদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামের নেক নজর কাড়তে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ! এবং আগামীতে কর্তৃপক্ষ এ ধারা অব্যাহত রেখে আরও উন্নতির জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।
সবার প্রতি আমাদের বিশেষ আরজ, সবসময় মারকাযের জন্য দোয়া করবেন এবং সময়-সুযোগ মতো একদিন সশরীরে মারকায দেখে যাবেন।
#সদস্য-পদ-পেতে-করণীয়
ইনবক্সে আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর দিবেন! আমরা এন্ট্রি করে একটা কোড দিবো। সদকা করার সময় রেফারেন্স অপশনে কোড ব্যবহার করবেন। মাসের ১০ তারিখের মধ্যে সদকা করতে পারলে ভালো। কারণবশত দেরি হলে পরবর্তী যে কোনো দিন পাঠাতে পারবেন। এককালীন বছরের যে কোনো সময় বা রমজানে পুরো বছরের ডোনেশন করারও সুযোগ আছে।
এই ফান্ড মারকাযের প্রয়োজনীয় যে কোনো খাতে ব্যবহার করা হবে। জাকাত ফান্ড থেকেও প্রদান করা যাবে, তবে জাকাত ফান্ডে দেওয়ার সময় আমাতের অবহিত করতে হবে। সেক্ষেত্রে কেবল লিল্লাহ বোডিংয়ে আমরা তা ব্যয় করবো।
#ব্যাংক-হিসাব-নং
0562101000017887
MARKAZUD DIRASAH AL ISLAMIAH DHAKA
United Commercial Bank Limited (MIRPUR-10 BRANCH)
01712976158 (Bkash -personal)
#আমাদের-অন্যান্য-খাত-সমূহ
স্থায়ী জমি ক্রয়, কিতাব ক্রয়, চাল প্রদান, এতিম অসহায় ছাত্রের দায়িত্বগ্রহণ
markazuddirasah881@gmail.com
#আমাদের-বর্তমান-ঠিকানা: ৮৮১, পূর্ব কাজীপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬
মোবাইল: 01712976158
১. নূরানী মক্তব
২. নাযেরা
৩. আন্তর্জাতিক মানের হিফজ
৪. ইসলামী মডেল কিন্ডার গার্টেন
৫, স্কুলগামী শিক্ষর্থীদের কোরআন শিক্ষা বিভাগ (আফটার স্কুল মুনাজ্জাম মাকতাব)
৬. মাদানী নেসাব ১ম-২য় বর্ষ (ক্রমবর্ধমান)
৭. ইফতা (উচ্চতর ইসলামী ফিকহ)
৮. উলুমুল হাদীস (উচ্চতর হাদীস গবেষণা বিভাগ)
৯. শরীয়াহ গ্রাজুয়েশন (কর্মজীবী ও বয়স্কদের জন্য মাত্র ৫ বছরে আলেম হওয়ার স্যান্ধকালীন কোর্স)
১০. ফরজে আইন (কর্মজীবী ও বয়ষ্কদের জন্য সহীহ কোরআন শিক্ষা কোর্স
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই মহৎ কাজে শরিক হওয়ার তৌফিক দান করেন আমিন
ReplyDelete