মদিনায় ৪০ বছর ধরে ফ্রিতে খেজুর-কফি বিতরণ করছেন এই বৃদ্ধ

দিরাসাহ ডেস্ক :
হাসিখুশি উজ্জ্বল মুখ। জন্মস্থান সিরিয়া। কিন্তু গত ৫০ বছর ধরে বাস করছেন সৌদি আরবে। তবে মজার ব্যাপার হলো– এর মধ্যে ৪০ বছরই মদিনায় ফ্রিতে খেজুর, মিষ্টান্ন ও কফি বিতরণে অতিবাহিত করেছেন এই বৃদ্ধ।
বুধবার আরবি সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির জানায়, ওই বৃদ্ধের নাম ইসমাইল আজ-জাইম। বয়স ৯৫ বছর। মদিনায় সমাগত মুসল্লি ও জেয়ারতকারীদের মধ্যে তিনি এগুলো বিতরণ করেন।
মসজিদে নববীর অদূরে একটি প্লাস্টিকের চেয়ারে তার বসে থাকা নিত্তকার ঘটনা। সামনে থাকে একটি টেবিল। তাতে সাজানো ওই অঞ্চলের ঐতিহ্যগত পানীয় ‘গাওয়াহ’ বা আরবীয় কফি, মিষ্টান্ন ও খেজুর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে সবার মধ্যে ফ্রিতে মিষ্টান্ন ও কফি বিতরণ করতে দেখা যায়। পরে অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন।
এ প্রসঙ্গে ‘আবু সিবা’ নামে পরিচিত ওই বৃদ্ধ বলেন¬– ‘আমি বিগত ৪০ বছর ধরে যা বিতরণ করেছি, তার পুরোটাই ছিল ফ্রিতে। আর এটি আমি করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য কারো থেকে কখনো কোনো বিনিময় গ্রহণ করিনি।’
সূত্র : আলজাজিরা মুবাশির
May be an image of 1 person, standing and indoor


Like
Comment
Share

Comments

Popular posts from this blog

বিরাট সওয়াবের ভাগিদার হতে পারেন আপনিও?