মাদরাসার শীতার্ত এতিম ছাত্রদের কার্পেট প্রয়োজন
দিরাসাহ ডেস্ক :
প্রয়োজন ৫ হাজার স্কয়ার ফিট। এই শীতে মারকাযের নিষ্পাপ অসহায় ও এতিম ছাত্রদের সুরক্ষার জন্য আপনিও এগিয়ে আসবেন আশা করি। কাঙ্ক্ষিত মানের কার্পেট বা সমমূল্য প্রদান করে এই সাদাকায় অংশগ্রহণ করা যাবে। ১ স্কয়ার ফিট ৫০ টাকা।
#আপনি যেভাবে এই মহৎ সদকায়ে জারিয়ার গর্বিত অংশীদার হতে পারেন
১. এক স্কয়ারফিট কার্পেটের মূল্য প্রদান করে ৫০ টাকা
২. এক জায়নামাজ পরিমাণ কার্পেটের মূল্য প্রদান করে ৪০০ টাকা
৩. একজন ছাত্রের থাকা ও পড়ালেখার পরিমাণ কার্পের মূল্য প্রদান করে ১০০০ টাকা
৭. যে কোনো পরিমাণ সদকা করে।
আল্লাহ আমাদের দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন! আমীন
#ডোনেশন পাঠাবার পদ্ধতি-
মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা।
৮৮১, পূর্ব কাজীপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬
মোবাইল : 01712976158 (বিকাশ পারসোনাল)
ব্যাংক একাউন্ট : MARKAZUD DIRASAH AL ISLAMIA DHAKA
A/C : 0562101000017887
United Commercial Bank (UCB)
MIRPUR. DHAKA
উল্লেখ্য, মারকাযের নিয়মিত বিভাগগুলোতে অন্তত ২৫০ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের বেশিরভাগ-ই আবাসিক। যাদের পড়াশোনা, থাকা-খাওয়াসহ মাথাপিছু প্রতিমাসে প্রায় ৪ হাজার টাকা ব্যয় হয়। যার বড় একটি অংশ মাদরাসা বহন করে; অর্থ্যাৎ আপনাদের দেওয়া দান থেকে তাদের খরচাদি মেটানো হয়। এজন্য বছরের যেকোনো সময় এখানে যেকোনো রকম দান-সদকা করতে পারেন।
এছাড়া, মাদরাসার একটি স্থায়ী জমি কেনার প্রচেষ্টা চলছে। সেই খাতেও আপনার স্বতঃস্ফূর্ত দান মারকাযকে এগিয়ে নিয়ে যাবে।
Comments
Post a Comment