Posts

Showing posts from February, 2023
Image
  মদিনায় ৪০ বছর ধরে ফ্রিতে খেজুর-কফি বিতরণ করছেন এই বৃদ্ধ দিরাসাহ ডেস্ক : হাসিখুশি উজ্জ্বল মুখ। জন্মস্থান সিরিয়া। কিন্তু গত ৫০ বছর ধরে বাস করছেন সৌদি আরবে। তবে মজার ব্যাপার হলো– এর মধ্যে ৪০ বছরই মদিনায় ফ্রিতে খেজুর, মিষ্টান্ন ও কফি বিতরণে অতিবাহিত করেছেন এই বৃদ্ধ। বুধবার আরবি সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির জানায়, ওই বৃদ্ধের নাম ইসমাইল আজ-জাইম। বয়স ৯৫ বছর। মদিনায় সমাগত মুসল্লি ও জেয়ারতকারীদের মধ্যে তিনি এগুলো বিতরণ করেন। মসজিদে নববীর অদূরে একটি প্লাস্টিকের চেয়ারে তার বসে থাকা নিত্তকার ঘটনা। সামনে থাকে একটি টেবিল। তাতে সাজানো ওই অঞ্চলের ঐতিহ্যগত পানীয় ‘গাওয়াহ’ বা আরবীয় কফি, মিষ্টান্ন ও খেজুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে সবার মধ্যে ফ্রিতে মিষ্টান্ন ও কফি বিতরণ করতে দেখা যায়। পরে অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন। এ প্রসঙ্গে ‘আবু সিবা’ নামে পরিচিত ওই বৃদ্ধ বলেন¬– ‘আমি বিগত ৪০ বছর ধরে যা বিতরণ করেছি, তার পুরোটাই ছিল ফ্রিতে। আর এটি আমি করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য কারো থেকে কখনো কোনো বিনিময় গ্রহণ করিনি।’ সূত্র : আলজাজির...
Image
  বিশ্ব হিজাব দিবস আজ দিরাসাহ ডেস্ক : হিজাব অধিকাংশ নারীর পছন্দের পোশাক। মুসলিম নারীদের এ পোশাক পরার ব্যাপারে ইসলামে বাধ্যবাধকতা রয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে হিজাব পরা নিয়ে বাধা-বিপত্তির অভিজ্ঞতা রয়েছে অনেক নারীর। তাই হিজাবভীতির বিরুদ্ধে সংহতি জানাতে ও হিজাবের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে প্রতিবছর ১ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব হিজাব দিবস। এই বছর দিবসটির ১১তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন বাংলাদেশী বংশোদ্ভূত নিউ ইয়র্কের বাসিন্দা নাজমা খান। তিনি ১১ বছর বয়সে বাবা-মায়ের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি নিউ ইয়র্কের ব্রঙ্কসে বসবাস করছেন। এখানে আসার পর থেকেই হিজাব পরা শুরু করেন তিনি। কিন্তু হিজাব পরার পর থেকে নানা ধরনের অসহিষ্ণু আচরণের মুখোমুখি হন তিনি। তখন থেকে সব ধর্মের নারীরা হিজাব পরে হিজাবের প্রতি সংহতি জানাতে অংশ নেন। দ্য ওয়ার্ল্ড হিজাব ডে (ডাব্লিওএইচডি)-এর উদ্যোগে এর কার্যক্রম পরিচালিত হয়। এবার দিবসটি ১৫০টির বেশি দেশে পালিত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ‘প্রগতি, নিপীড়ন নয়’ প্রতিপাদ্য ধারণ ক...