Posts

Showing posts from November, 2021

বিরাট সওয়াবের ভাগিদার হতে পারেন আপনিও?

Image
  বিরাট সওয়াবের ভাগিদার হতে পারেন আপনিও? আপনার প্রিয় দীনী শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’ আজীবন দাতা সদস্য গ্রহণের উদ্যোগ নিয়েছে। অনুগ্রহ করে প্রতি মাসে মাত্র ৫০০/১০০০ (পাঁচ শ/এক হাজার) টাকা সদকা করে আপনিও এই সদস্যপদ গ্রহণ করে বিরাট সওয়াবের মালিক হতে পারেন। মুহতারাম/ মুহতারামা! আপনি অবগত আছেন, ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’ একটি খালেস উচ্চতর কওমী মাদরাসা। মারকায ২০১৮ সালের প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ২০০ শিক্ষার্থী ২০ জন মুখলিস শিক্ষকের অধীনে কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এতিম ও গরীব, তাদের সম্পূর্ণ বা আংশিক ব্যয়ভার মাদরাসা বহন করে। পড়াশোনায়ও মাদরাসাটি ইতোমধ্যে দেশ-বিদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামের নেক নজর কাড়তে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ! এবং আগামীতে কর্তৃপক্ষ এ ধারা অব্যাহত রেখে আরও উন্নতির জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। সবার প্রতি আমাদের বিশেষ আরজ, সবসময় মারকাযের জন্য দোয়া করবেন এবং সময়-সুযোগ মতো একদিন সশরীরে মারকায দেখে যাবেন। #সদস্য -পদ-পেতে-করণীয় ইনবক্সে আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর দিবেন! আমরা এন্ট্রি...